Reading is soul's nutrition. Feeling restless? Grab a good book with a cup of warm tea and feel the contentment! Here Books Bloom and Words Whisper

Sunday, July 20, 2025

কেবল তোমাকে চাই, (কবিতা)

 তুমি জানো না,
কতবার রাত জেগে ভেবেছি—
তুমি পাশে থাকলে কী বলতাম,
কীভাবে বলতাম— "বাঁচতে চাই, শুধু তোমার জন্য।"

আমি স্বপ্নে পাহাড়ে উঠেছি,
বুকভরা শ্বাস, হাত বাড়িয়ে বলেছি
"তুমি হাত ধরো, পড়ে গেলে একসাথে পড়ব।
জীবনের চূড়ায় যদি পৌঁছাই, তুমি ছাড়া নয়।"

আমরা সমুদ্রের পাড়ে দাঁড়াইনি একসাথে,
তবু আমি কল্পনায় বালির ওপর পা রাখি
তুমি বলো, “জীবন কি এতটাই নরম?”
আমি হাসি, বলি, “তুমি ছাড়া নয়”

জীবন বড় নিষ্ঠুর হয় কখনো,
তবু আমার প্রতিটি নিঃশ্বাসে,
তোমার নাম ধ্বনিত হয়
মৃত্যুও যদি আসে, আমি বলবো,
"একটিবার শুধু তার চোখে চোখ রাখি
তারপর নাও আমায়।"

আকাশ ছুঁতে চাই, শুধু তোমার হাত ধরে,
একবার, একটিবার যদি জীবন ভর হয়
তুমি আমি সমুদ্রের দিকে তাকিয়ে বলি,
“এই তো জীবন, আর সবটা স্বপ্ন।”

আমি তোমার বুকের উপর মাথা রাখতে চাই,
তুমি চুপ করে থাকলেও, আমার হৃদপিণ্ড শুনে নিও—
যে প্রতিবার ধুকপুক করে বলে,
"তোমাকেই চাই, কেবল তোমাকেই চাই…"


আমরা যদি কখনো না হই একসাথে,
তবু জানবে,
এই পৃথিবীর এক কোনায়,
একটা মেয়ে
তার সমস্ত জীবন তোমার জন্য রেখে দিয়েছিল।


No comments:

Post a Comment

Quote of the day

“Be yourself; everyone else is already taken.” ― Oscar Wilde

Contact Form

Name

Email *

Message *